শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২১
১১:১৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১১:১৫ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-সিলেট রেললাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর ব্রিজের উপরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী খোয়াই ব্রিজ পার হওয়ার জন্য ব্রিজের মধ্যখানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এসডি/আরআর-০৩