সালাহর রেকর্ডগড়া জয় পেল লিভারপুল

খেলা ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন



সালাহর রেকর্ডগড়া জয় পেল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগ


সতীর্থদের দুটি গোলে অবদান রাখার পর নিজেও জালের ঠিকানা খুঁজে নিলেন মোহামেদ সালাহ। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ মৌসুমের প্রথম ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন মিশরের ফরোয়ার্ড। তার নজরকাড়া পারফরম্যান্সে নরউইচ সিটিকে ০-৩ গোলে উড়িয়ে দিল লিভারপুল।

শনিবার রাতে নতুন মৌসুমে শুভ সূচনা করেছে ২০১৯-২০ আসরের চ্যাম্পিয়নরা। অলরেডদের বাকি দুই গোলদাতা হলেন দিয়োগো জোতা ও রবার্তো ফিরমিনো।

ক্যারো রোডে বল দখলের লড়াইয়ে দুই দল ছিল সমানে সমান। লিভারপুল অবশ্য আক্রমণে এগিয়ে ছিল। তারা গোলমুখে ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে আটটি। নরউইচও  ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি। তবে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বাধায় জালের দেখা পায়নি তারা।

রাতের আগের ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে একই ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের হয়ে প্রথমার্ধে গোল করেন মার্কোস আলোনসো ও ক্রিস্টিয়ান পুলিসিক। দ্বিতীয়ার্ধে ব্লুজরা ব্যবধান বাড়ায় ট্রেভো চালোবাহর লক্ষ্যভেদে।

এএন/০২