খেলা ডেস্ক
                        আগস্ট ১৬, ২০২১
                        
                        ১২:২৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১৬, ২০২১
                        
                        ১২:২৫ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম দুর্দান্তভাবে শুরু করেছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবার চার অ্যাসিস্টে শনিবার নিজেদের মাঠ
ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল রেড ডেভিলরা। ৫-১ গোলের বড় জয় পায় ওলে গানার সুলশারের দল। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনোর পাশাপাশি স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন ম্যাসন গ্রিনউড ও ফ্রেড। লিডস দ্বিতীয়ার্ধের শুরুতে লুক আইলিংয়ের গোলে সমতায় ফেরার পর তেতে ওঠে ইউনাইটেড। একে একে চারবার তারা বল পাঠায় সফরকারীদের জালে। ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে অবশ্য দারুণ কিছু করার প্রয়োজন পড়েনি বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আসা ইংলিশ ফরোয়ার্ড জ্যাডন সাঞ্চোর। ।
এএন/০১