হবিগঞ্জে পুলিশ সদস্যকে দুই রকমের টিকা দেওয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৪, ২০২১
০৯:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৯:৪১ অপরাহ্ন



হবিগঞ্জে পুলিশ সদস্যকে দুই রকমের টিকা দেওয়ার অভিযোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে  পুলিশের এক এসআাই কে করোনা ভ্যাকসিনের দুই রকমের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে  ।  

শনিবার (১৪ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির  এসআই বিদ্যুৎ দাশ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসেন । 

কিন্তু ওই পুলিশ সদস্য করোনা  ভ্যাকসিনের প্রথম ডোজ এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিলেও দ্বিতীয় ডোজে সিনোফার্মের ভেরোসেল দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না বিশ্বাস। 

এসআই বিদ্যুৎ দাশ জানান,  গত (১১ এপ্রিল ২০২১ ) তারিখে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) নেন। কিন্তু মজুদ না থাকার কারণে দ্বিতীয় ডোজ নিতে পারেননি। 

চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) বিদ্যুৎ দাশের মুঠোফোনে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ম্যাসেজ আসে । 

শনিবার (১৪ আগস্ট ) সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন । টিকা কার্ড হাতে নিয়ে দেখেন দ্বিতীয় ডোজে (সিনোফার্মার ভেরোসেল) দেয়া হয়েছে। বিষয়টি তিনি কর্তব্যরত চিকিৎসককে জানান। তিনি বলেছেন সমস্যা  হলে যোগাযোগ করার জন্য।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর  চিকিৎসক (আরএমও) মনির হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবগত করা  হয়েছে। আমি সিভিল সার্জন অফিসে জানিয়েছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোন সমস্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার জন্য বলা হয়েছে।

এস আর/বি এন-০৬