খেলা ডেস্ক
আগস্ট ১৩, ২০২১
০৪:৫১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২১
০৪:৫১ অপরাহ্ন
বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন ফ্রান্সের প্যারিস সেইন জার্মেই (পিএসজি)-তে।
স্ত্রী আনতোনেলা রোকুজ্জো, তিন ছেলে- থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে মেসি থাকছেন প্যারিসের ‘লা রয়্যাল মনচিআও’ হোটেলে। সেখানে পিএসজির পক্ষ থেকে কোনও বাড়ি খুঁজে না দেওয়া পর্যন্ত পরিবার নিয়ে এই হোটেলেই থাকবেন তিনি। নেইমারও পিএসজিতে যোগ দিয়ে বাড়ি পাওয়ার আগে এই হোটেলে থেকেছেন।
মেসিকে প্রতিদিন এই হোটেলের ভাড়া গুনতে হচ্ছে ১৭ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। ১৯২৮ সালে যাত্রা শুরু করা হোটেলটি পিএসজির মাঠ ‘পার্ক দে প্রিন্সেস’ থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে। সতীর্থ সার্জিও রামোস তার বাসায় থাকার আহবান জানিয়েছেন মেসিকে। তওেব মেসি আপাতত এ হোটেলেই থাকছেন।
জানা গেছে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, হলিউডের সিনেমা প্রযোজক ওয়াল্ট ডিজনি ও অভিনেতা রবার্ট ডি নিরো এর মতো ব্যক্তিরা রয়্যাল মনচিআও হোটেলে থেকেছেন।
২৩ মিটার লম্বা সুইমিং পুল (প্যারিসে হোটেলগুলোর মধ্যে সবচেয়ে বড়), সিনেমা দেখার ব্যক্তিগত জায়গা ছাড়াও ছয়টি বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলে। মাতসুইশা রেস্টুরেন্ট এর মধ্যে সবচেয়ে খ্যাতিমান খাবার জায়গা। জাপানিজ থেকে পেরুভিয়ান রসুইঘরের খাবার পরিবেশন করা হয় এখানে। হোটেলে প্রায় সময় নানা রকম চিত্র প্রদর্শনী হয়ে থাকে। একঘেয়েমি কাটাতে এসব প্রদর্শনীতে সময় কাটাতে পারে মেসি ও তার পরিবার।
উল্লেখ্য, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে ক্লাবটিতে বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরো পাবেন তিনি।
এএন/০১