খেলা ডেস্ক
                        আগস্ট ১২, ২০২১
                        
                        ১২:৫৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১২, ২০২১
                        
                        ১২:৫৫ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পিএসজিতে ৩০ নম্বর জার্সিতে খেলবেন মেসি। ফুটবলের এই মহাতারকাকে দলে ভেড়ানোর একদিনের মধ্যেই সুফল পেতে শুরু করেছে ফ্রান্সের এই ক্লাবটি। শুরু হয়েছে মেসির জার্সি নিয়ে কাড়াকাড়ি। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই নিজেদের অফিসিয়াল স্টোরে শুরু হয় মেসির জার্সি বিক্রি। মাত্র ৩০ মিনিটের মধ্যেই মেসির সব জার্সি শেষ হয়েছে!
বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলেই মেসি পৌঁছান প্যারিসে। পিএসজি নিজেদের পেজে আনুষ্ঠানিক ঘোষণা দেয় রাতে।
এরপরই শুরু হয় পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের ঢুঁ মারা। ঝড়ের বেগে মেসির জার্সি কিনতে শুরু করেন তারা। মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে মেসির ৩০ নম্বর জার্সি ফুরিয়ে যায়। এ সময় জার্সির দাম ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। অন্য সময় পিএসজির অন্য খেলোয়াড়ের জার্সির জন্য ১০৭.৯৯ ইউরো দাম হলেও মেসির জার্সির দাম হাঁকা হয়েছিল ৫০ ইউরো বেশি। ১৫৭.৯৯ ইউরো দামে বিক্রি করা হয় এই জার্সি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৭২০ টাকায়। পিএসজির অন্য খেলোয়াড়দের জার্সির মূল্য স্বাভাবিকভাবে ১০৭.৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার ৭৪৫ টাকার মতো।
এর আগে বার্সায় শুরুতে ৩০ নম্বর জার্সি পরেই খেলেছেন মেসি। বার্সার হয়ে প্রথম গোলটিও তিনি ৩০ নম্বর জার্সিতেই করেছিলেন।
এদিকে পিএসজিতে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মেসি বলেন, 'এখানে নেইমার আছে। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।'
এএন/০৫