খেলা ডেস্ক
                        আগস্ট ১১, ২০২১
                        
                        ০২:৫৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ১১, ২০২১
                        
                        ০২:৫৪ অপরাহ্ন
                             	
 
                        
             
    প্রত্যাশিতভাবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-তে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লিওনেল মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মেসিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে পিএসজি। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দুই বছরের জন্য। অর্থাৎ আগামী ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসের দলটিতে থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি ও ‘এল এম টেন’ যেন সমার্থক ছিল। নেইমারের ক্লাবে তাঁর আসা নিয়ে আলোচনা শুরু হতেই ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন— মেসি কত নম্বর জার্সি পরে নতুন ক্লাবের হয়ে মাঠ মাতাবেন? অবশেষে জানা গেল পিএসজির ৩০ নম্বর জার্সিতে খেলবেন মেসি।
এএন/০১