সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২১
১২:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০২:২২ পূর্বাহ্ন
লিওনেল মেসি
তুমুল আলোচনার মধ্যেই পিএসজিতে নোঙর ফেললেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছেন তিনি। এর আগে ব্যক্তিগত বিমানে পরিবারসহ প্যারিস পৌঁছান এই ফুটবল বিস্ময়।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্যারিসে পৌঁছেন এ ফুটবল তারকা। বিকেল ৫টায় পরিবারের সদস্যদের নিয়ে বার্সেলোনা ছাড়েন তিনি।
বিমানে মেসির প্যারিস যাত্রার একটি ছবি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক নতুন অভিযানের উদ্দেশ্যে, সবকিছু নিয়ে!’
এর মধ্যেই নেইমারও প্রিয় বন্ধুকে পাওয়ার আনন্দে ইনস্টাগ্রামে গোপন তথ্য জানিয়ে দিলেন। মেসির সঙ্গে তাঁর একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেছেন, আবার একসঙ্গে।
এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত করেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। মঙ্গলবার তিনি জানান, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দেন এ আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তিতে বার্ষিক ৭১ মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি।
এদিকে মেসি প্যারিসে পৌঁছার কয়েক ঘণ্টা আগে থেকেই প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ বলে স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লালগালিচা বিছানো হয়। দুই বছরের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এএফ/০৩