খেলা ডেস্ক
                        আগস্ট ০৯, ২০২১
                        
                        ১২:৩৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৯, ২০২১
                        
                        ১২:৩৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি প্যারিসের ক্লাব পিএসজিতে যাচ্ছেন এমনটা অনেকটাই নিশ্চিত। পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে ১০ আগস্ট বিখ্যাত আইফেল টাওয়ারে বর্ণিল আতশবাজিতে মেসিকে দলে নেওয়ার ঘোষণা দেবে পিএসজি। ২০১৭ সালে নেইমার দলে আসার ঘোষণা যেভাবে দিয়েছিল তারা। মেসির পিএসজিতে যোগদানের সংবাদ প্রভাব ফেলেছে দলটির ভক্ত-সমর্থকদের মধ্যে।
এই সুযোগে পিএসজি শুরু করে দিয়েছে মেসি বাণিজ্য। তাদের অফিশিয়াল ফ্যান টোকেনের মূল্য বাড়িয়েছে ৪৩ শতাংশ। অর্থের বিনিময়ে ফ্যান টোকেন কিনবেন যারা তারা, ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেমন ক্লাবের বিভিন্ন জিনিসপত্র কেনা, ভোটে অংশ নেওয়া, মতামত দেওয়া, এক্সক্লুসিভ জিনিসপত্রের সুবিধা পাওয়া, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারা, পছন্দের জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন।
করোনায় ক্লাবগুলোর আয়ে প্রভাব ফেলায়, বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি, এএস রোমা, লিডস ইউনাইটেড, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, গালাতাসারাইয়ের মতো অনেক ক্লাব এই ফ্যান টোকেন–ব্যবস্থা চালু করেছে।
এএন/০৬