খেলা ডেস্ক
                        আগস্ট ০৮, ২০২১
                        
                        ০৪:০২ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৮, ২০২১
                        
                        ১০:০৪ অপরাহ্ন
                             	
 
                        
             
    করোনা মহামারীর কারণে এএফসি কাপের ভেন্যু করা হয়নি সিলেট জেলা স্টেডিয়ামকে। বাংলাদেশের অংশগ্রহণকারী দল বসুন্ধরা কিংস সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু চেয়েছিল । খেলা আয়োজনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজসংকেত থাকার পরও করোনার কারণে বাদ পরে সিলেট। একই কারণে এবার এএফসির নারী ফুটবলের ম্যাচ আয়োজন থেকেও বাদ দেওয়া হল সিলেটকে।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ের গ্রুপপর্বের ম্যাচগুলো হবে উজবেকিস্তানে। বাফুফেকে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গ্রুপপর্বের স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু করোনার কারণে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩-২৫ সেপ্টেম্বরের মধ্যে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দেশ জর্ডান ও ইরান। গ্রুপ চ্যাম্পিয়ন দল এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘এএফসি নিরপেক্ষ ভেন্যু হিসাবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। আমাদেরকে এখন উজবেকিস্তানে খেলতে হবে।’ আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে হলে ম্যাচগুলো সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
এএন/০৩
@@@