ক্রীড়া প্রতিবেদক
                        আগস্ট ০৮, ২০২১
                        
                        ১২:৫০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৮, ২০২১
                        
                        ০১:০০ পূর্বাহ্ন
                             	
 
                             অলিম্পিক ফুটবলে টানা স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে ভাসছে ব্রাজিলের ফুটবলাররা।
 
    টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো দলটি। অলিম্পিকের গত আসরে ঘরের মাঠে প্রথম স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল।
আজ (শনিবার) অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে সতায় ছিল। প্রথমার্ধে যোগ্য দল হিসেবে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আবার ঠিকই ম্যাচে ফিরেছে স্পেন। অতিরিক্ত সময়ে অবশ্য আর সমতা থাকেনি। ১০৭ মিনিটে ম্যালকমের গোলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অলিম্পিক ফুটবলে এটি ব্রাজিলের দ্বিতীয় স্বর্ণ পদক লাভ।
অলিম্পিকে চ্যাম্পিয়ন স্বর্ণ, রানারআপ সিলভার ও তৃতীয় দল ব্রোঞ্জ পদক পায়।
এএন/০১