শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের একটি বাসা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন জুয়াড়িকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই সনজীত চন্দ্র নাথ ও এসআই (নিরস্ত্র) মো. মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসপাতাল রোডের আব্দুল আজিজ বেনু মিয়ার বাসায় অভিযান পরিচালনা করেন।
এ সময় জুয়া খেলারত শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের খেলু মিয়ার ছেলে মো. লিলু মিয়া (২৪), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের গিরিন্দ্র পালের ছেলে কানু রুদ্রপাল (২৮) ,ব্রাহ্মণডোরা গ্রামের খলিল মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫) ও নোয়াখালী জেলার সেনবাগ থানার বাদাকান্দি গ্রামের মো. ইয়াকুব আলী ছেলে মো. পলাশ মিয়াকে (২০) জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসডি/আরআর-১৪