ক্রীড়া প্রতিবেদক
                        আগস্ট ০৬, ২০২১
                        
                        ০৩:৫৮ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৬, ২০২১
                        
                        ০৩:৫৮ অপরাহ্ন
                             	
 
                        
             
    দীর্ঘ ১৭ স্পেনিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এই সময়ে খেলেছেন ক্লাবের হয়ে সর্বাধিক ম্যাচ, করেছেন সর্বাধিক গোল। বলতে গেলে ক্লাবের হয়ে খেলোযাড়দের ব্যক্তিগত অর্জনের প্রায় সকল রেকর্ডই নিজের করে নিয়েছেন এই ফুটবল যাদুকর। তারপরও সময়ের ব্যবধানে বার্সা-মেসির সম্পর্ক এখন বিচ্ছিন্ন। বৃহস্পতিবার রাতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় বার্সেলোনায় আর নেই মেসি।
২০০৪-০৫ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় লিওনেল মেসির। এই সময়ে ক্লাবের হয়ে মেসির অর্জনের অংশটুকু জানা যাক এক নজরে।
কাতালানদের হয়ে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ। গোল করেছেন ৬৭২টি। অ্যাসিস্ট আছে ৩০৫টি। ১৭ মৌসুমে মেসি ১০টি লা লিগা জিতেছেন। কোপা দেল রে জিতেছেন ৭টি। সুপারকোপা ৮টি। সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৪টি। ইউয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩টি করে।
ক্লাবের অর্জনে ভারী হয়েছে ব্যক্তিগত পুরস্কারও। বার্সেলোনার জার্সিতেই মেসি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
এএন/০৩