নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২১
০৭:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২১
১১:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দাশ(৩০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের পুত্র। তিনি পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনিবাসের চালক ছিলেন।
করোনাকালীন সময়ে বাস চলাচল বন্ধ থাকায় বুধবার দুপুরে পৌর এলাকার সালামতপুর বাস স্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় তার মৃত্যুর ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার সালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়েল্ডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর সুচরিত দাশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ এইচ/বি এন-০ে৬