ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ০৩, ২০২১
০৯:৪০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
টাইব্রেকারে জিতে গোলরক্ষক সেন্টসকে ঘিরে ব্রাজিল খোলোয়াড়দের উচ্ছ্বাস।
টোকিও অলিম্পিক ফুটবলের (পুরুষ) ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রথম সেমিফাইনালে গোলরক্ষক সেন্টসের বীরত্বে টাইব্রেকারে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
আজ (মঙ্গলবার) ইব্রাকি কাশিমা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হা্ড্ডাহাড্ডি লড়াই করে উত্তর ও দক্ষিণ আমেরিকার দল দু'টি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় পর্যন্ত কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই পর্যায়ে ব্রাজিলের শট নেওয়া চারজনেই গোল করেন। মেক্সিকোর প্রথম দুইজন গোল করতে ব্যর্থ হন। তিন নম্বরে শট নেওয়া রদ্রিগুয়েজ শুধু গোল করতে সক্ষম হন।
আগামী ৭ আগস্ট ফাইনালে তারা স্পেন-জাপান মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলকে মোকাবেলা করবে। আগের দিন ব্রোঞ্জ পদকের জন্য ওই ম্যাচে পরাজিত দলের মুখোমুখি হবে মেক্সিকো।
এএন/০১