টানা বৃষ্টিতে শায়েস্তাগঞ্জের বাজারে উঠছে দেশীয় মাছ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৩, ২০২১
০৬:১৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৯:১২ অপরাহ্ন



টানা বৃষ্টিতে শায়েস্তাগঞ্জের বাজারে উঠছে দেশীয় মাছ

শায়েস্তাগঞ্জে গত কয়েকদিন যাবত ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে।  টানা বৃষ্টিতে  হাটে ,ঘাটে ,মাঠে জমেছে পানি। এদিকে পানি জমে যাওয়ায় মৎস্য চাষীরা দেশি মাছ শিকার করছেন। আর এই মাছ  নিয়ে এসেছেন বাজারে।

শায়েস্তাগঞ্জের মাছ  বাজারগুলোতে  সকালবেলা দেশি মাছের উপস্থিতি দেখে ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস আনন্দ দেখা গেছে। অনেকেই বহুদিন পরে দেশি মাছ জালে ধরা খাল-বিলের এই মাছ দেখে ইচ্ছে মত ক্রয় করছেন।

সুতাং বাজারে মাছ কিনতে আসা কামরুল হাসান উচ্ছ্বাস করে বলেন বহুদিন পর সাধের মাছ দিয়ে খাব, এইসব দেশীয় ছোট মাছ আমার খুবই পছন্দের।

তবে বাজারে সবসময় এরকম দেশীয় জাতের মাছ পাওয়া যায়না।  প্রায়শই বাজারগুলোতে  চাষের মাছের উঠতেই দেখা যায়।

দেশীয় তাজা মাছ মানেই খাবারে ভিন্নরকম স্বাদ, তাই এসব মাছ কেনার জন্য ক্রেতারা দামের দিকে তাকান না,  কার আগে কে কিনবেন এমন করে প্রতিযোগিতা করেই চলে মাছ কেনা।

মৎস্যচাষী ও মাছ বিক্রেতা মোহাম্মদ মোবারক উল্লাহ বলেন, আমরাও চাষের মাছ ছাড়া বিক্রি করতে পারিনা, তবে বর্ষার মৌসুমে  দেশি মাছ পাওয়া যায়, এতে যেমন,  ক্রেতারা খুশি আমরাও খুশি।

সাধারণত এসব মাছগুলো সচরাচর বাজারে  উঠে না। নলা, চিংড়ি, গলদা, টেংরা, গুলশা, চ্যাং মাছ, সইল, পুঠি, বামুস সহ বিভিন্ন ছোট ছোট মাছে বাজার সয়লাব হয়ে আছে।

অন্যদিকে দেশীয় জাতের এসব মাছ ধরার জন্য বৃষ্টির সাথে সাথেই উঠতি বয়সের যুবকদের জাল নিয়ে বেরিয়ে পড়তে দেখা যায়।

কখনো বা নদীতে, কখনো খালে বিলে জাল ফেলে শিকার করেন নানারকম দেশীয় মাছ। শায়েস্তাগঞ্জের খোয়াই নদী, সুতাং নদীতে অহরহই এরকম দৃশ্যের দেখা মিলে। নদীতে সারিসারি জাল ফেলে মাছ শিকারের দৃশ্য যেন অন্যরকম সৌন্দর্য।

এস ডি/বি এন-০২