খেলা ডেস্ক
আগস্ট ০২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিকে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেছেন ইকুয়েডরের নেইসি প্যাট্রিসিয়া দাহোমেস বারেরা। স্ন্যাচে ১১৮ কেজি তুলেছিলেন বারেরা। ক্লিন অ্যান্ড জার্কে ১৪৫ কেজি তুলেছেন তিনি। রুপা জেতা যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নাইয়ের চেয়ে ১৪ কেজি বেশি তুলেছেন বারেরা।
অবশ্য ইতিহাসে নাম লিখিয়েছে দুজন। ইকুয়েডর থেকে মাত্র তৃতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক পেলেন বেরেরা। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারী হিসেবে ভারোত্তলনে রুপা জিতেছেন ক্যাথেরিন।
এএন/০৫