শায়েস্তাগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই কিনতে হবে ২০ টি মাস্ক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০১, ২০২১
০৬:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৬:০৬ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই কিনতে হবে ২০ টি মাস্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কঠোর লকডাউন নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন।

রবিবার (১ আগষ্ট)  সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে একযোগে কাজ করছে সেনাবাহিনী,  র‍্যাব ও পুলিশ। শায়েস্তাগঞ্জের অলিপুরে দোকানে দোকানে গিয়ে মানুষকে সচেতন করছে সেনাবাহিনী ও র‍্যাব। 

এসময় কাউকে অপ্রয়োজনে বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে এবং কারো মাস্ক না থাকলে তাকে ২০ টি মাস্ক কিনে এনে দেখাতে হচ্ছে।

এছাড়া মহাসড়কে চলাচল করা সকল গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় হেলমেট ও সাইকেলের কাগজবিহীন চালকদেরকে জরিমানা করা হচ্ছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম। তিনি জানান,  আমরা শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করতে কাজ করছি,  মানুষদেরকে ঘরে থাকার তাগিদ দিচ্ছি। যাদের গাড়ির কাগজপত্র নেই তাদেরকে ছোট ছোট জরিমানা করা হচ্ছে।

এস ডি/বি এন-০২