ছাতক প্রতিনিধি
                        আগস্ট ০১, ২০২১
                        
                        ০১:৫৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০১, ২০২১
                        
                        ০১:৫৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারী কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট রাজ উদ্দিন। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা সাক্ষরিত এক পত্রে এ মনোনয়ন দেওয়া হয়। একই পত্রে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে আখতার আহমেদকে।
গোবিন্দগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট রাজ উদ্দিন।
এমএ/আরআর-০৮