রাফার হ্যাটট্রিকে সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ জাপান

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ৩১, ২০২১
১০:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২১
১০:১০ অপরাহ্ন



রাফার হ্যাটট্রিকে সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ জাপান
টোকিও অলিম্পিক ফুটবল


টোকিও অলিম্পিকের ছেলেদের ফুটবলে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে স্পেন ও স্বাগতিক জাপান। আগামী ৩ আগস্ট সেমিফাইনালে দল দু'টি মুখোমুখি হবে।

আজ শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম দু'টি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে চারটি দল। প্রথম ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল স্পেন অতিরিক্ত সময়ে বাজিমাত করেছে। আফ্রিকান দেশ আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে আর ফেরে উঠেনি আইভরি কোস্ট। হজম করেছে আরও তিনটি গোল। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয়ে প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখায় স্পেন। দলের হয়ে অতিরিক্ত সময়ের শেষ ৪ মিনিটে জোড়া গোল করে হ্যাটট্রিক পান মির রাফা। এছাড়া ওয়েরজাবেল ও ড্যানি একটি করে গোল করেন। আইভরি কোস্টের গ্রাডেল ও বেলি একটি করে গোল করেন।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপান টাইব্রেকারে ৪-২ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।

এএন/০৩