হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২১
০৮:৫১ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
০৯:০১ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই ) সকালে অন্য শ্রমিকরা টয়লেটে গিয়ে সুজেলের মরদেহ দেখতে পান । সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, সুজেল দীর্ঘ ১০ বছর ধরে ওই ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করে আসছিলেন।
শুক্রবার সকালে সুজেলের মরদেহ পড়ে থাকতে দেখা যায় । পরে বাহুবল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেটে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি ।
এস আর/বি এন-০৫