দোয়ারাবাজার প্রতিনিধি
                        জুলাই ২৯, ২০২১
                        
                        ১১:১৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২৯, ২০২১
                        
                        ১১:১৬ অপরাহ্ন
                             	
 
                        
             
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ বস্তা ভারতীয় চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামের এক চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ভারতীয় চা-পাতাসহ আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান কলাউড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামের এক চোরাকারবারীকে আটকসহ ২০ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা-পাতার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা।
আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ডিবি'র এসআই শামীম আকঞ্জী।
এইচএইচ/আরআর-০৬