দোয়ারাবাজারে ভারতীয় বিড়ি ও সুপারী জব্দ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৮, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন



দোয়ারাবাজারে ভারতীয় বিড়ি ও সুপারী জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিড়ি ও সুপারী জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৮ জুলাই) উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী থেকে ৬০ কেজি ভারতীয় সুপারি জব্দ করে বিজিবির বাগানবাড়ী বিওপির টহল দল। 

আরেকটি অভিযানে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর থেকে ১৩,১২৫ পিস ভারতীয় বিড়ি জব্দ করেছে বিজিবির মাঠগাঁও বিওপির টহল দল। 

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) পরিচালক তসলিম এহসান (পিএসসি) জানান, জব্দকৃত ভারতীয় জীবন বিড়ি ও সুপারি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এইচ/বি এন-০৮