জামালগঞ্জে জ্বর নিয়ে নারীর মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন



জামালগঞ্জে জ্বর নিয়ে নারীর মৃত্যু

জামালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নূরজাহান বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত নূরজাহান জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের রহিদ মিয়ার স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।

রহিদ মিয়ার ভাতিজা কামাল হোসেন জানিয়েছেন, তার চাচী নূরজাহান বেগমের হালকা জ্বর ছিল। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। বুধবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রোগীর অবস্থা বেশি ভালো নয় বলে অবহিত করেন তাদেরকে। এ অবস্থায় তিনি হাসপাতালেই মারা যান। তবে মৃত নূরজাহান বেগম করোনা আক্রান্ত নয় বলে জানিয়েছেন রোগীর এই স্বজন।

বি আর/বি এন-০৭