জগন্নাথপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪শ’ ছাড়াল

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ২৮, ২০২১
০৬:৪৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
০৭:৩০ অপরাহ্ন



জগন্নাথপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪শ’ ছাড়াল

সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে আরও সাতজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জগন্নাথপুরে মোট আক্রান্ত ছাড়িয়েছে চারশত একজন। 

জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর গত ২৪ ঘন্টায় নতুন করে আরো সাত জনের করোনার সংক্রমণ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় তিনজন, কলকলিয়া ইউনিয়নে দুইজন, পাটলী ইউনিয়নে একজন জন ও মিরপুর ইউনিয়নে একজন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪০১ জনের  করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ৩৩৮জন, মৃত্যু বরণ করছেন ৬ জন ।  ৫৩ জন আছেন হোম আইসোলেশনে এবং জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ এ/বি এন-০১