ছাতক প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন
করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৬টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) ছাতক পৌর শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইসলাম উদ্দিন।
এ সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বাজারে আসা লোকজনকে স্বাস্থ্যবিধি পালন করতে বাধ্য করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, বর্তমান সংকট নিরসনের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকলের সচেতনতার বিকল্প নেই। যারা বিধিনিষেধ ভঙ্গ করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এমএ/আরআর-১৪