দিরাই প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরপাড়ে অবস্থিত বৃহত্তম গ্রাম্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জুলাই) বেলা আড়াইটার দিকে আগুনে পুড়ে যাওয়া ঘর দেখতে বাংলাবাজার পৌঁছেন তারা। পুড়ে যাওয়া ঘর পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ব্যবসায়ীসহ ১৭ জনকে এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্ল্যা, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খান, জাহেদ মিয়া, শরদিন্দু দাস, আল মামুন, বদরুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য সরকারের সহযোগিতার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বাংলাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের হাজারও লোকজন প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানে থাকা বিভিন্ন ধরনের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
এএইচ/আরআর-১৩