মাধবপুর প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে কুকুরছানাকে লাথি দেওয়াকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শিমুলঘর গ্রামের মধ্যপাড়া ও উত্তরপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, রবিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নাসির উদ্দিন লস্করের একটি পালিত কুকুর একই গ্রামের মনির উদ্দিনের খামারের হাঁসের পালকে ধাওয়া দেয়। এ সময় মনিরের ছেলে পাল্টা ধাওয়া দিলে কুকুরটির পা ভেঙে যায়। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় দু-পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত শেখ ফয়সল, নিজাম উদ্দিন, শেখ মুজাহিদ, শেখ সুহেল মিয়া, শেখ আনসার, মোতাহির মিয়া, মোফাচ্ছির মিয়া, হানিফ মিয়া, আমির উদ্দিন, সালমান, আরিফ ও রহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এসএম/আরআর-০৮