শর্টবোর্ডের সোনা জিতল ব্রাজিল

খেলা ডেস্ক


জুলাই ২৭, ২০২১
১২:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২১
১২:৪৭ অপরাহ্ন



শর্টবোর্ডের সোনা জিতল ব্রাজিল
টোকিও অলিম্পিক সার্ফিং

  

ইতালো ফেরেইরার দিকেই নজরটা ছিল। ব্রাজিলের এই সার্ফার হতাশ করেননি দেশবাসীকে। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব সার্ফ লিগজয়ী এই সার্ফার এবার অলিম্পিকে সোনা জিতেছেন। অলিম্পিকে এর আগে কখনও ছেলেদের সার্ফিং ইভেন্টটা ছিল না। এই অলিম্পিকেই প্রথম আয়োজিত হয়েছে এই ইভেন্ট। ফেরেইরা ১৫.১৪ পয়েন্ট নিয়ে জিতেছেন সোনা, ৬.৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন জাপানের কানোয়া ইগারাশি। 

এএন/০৫