খেলা ডেস্ক
জুলাই ২৫, ২০২১
০৫:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২১
০৫:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী রিফাত বিন সাত্তারের জন্মদিন আজ। ২৫ জুলাই ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। আজ ৪৭ বছর পূর্ণ করলেন তিনি।
১৯৮৭ সালে জাতীয় দাবায় অভিষেক হয় রিফাতের। আন্তর্জাতিক মাস্টার খেতাব পান ১৯৯৩ সালে। ২০০৬ সালে ফিদে রেটিং ২৫০০ অতিক্রম করলে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন তিনি। তার অর্জন করা তিনটি নর্মই ঢাকায় অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় অর্জিত।
২০১২ সালের পর থেকে নিয়মিত না খেললেও ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।
এছাড়াও ১৯৯৩ থেকে ২০১২ সাল পর্যন্ত রিফাত বিন সাত্তার ১৭০টির বেশি খেলায় অংশ নেন। তার সর্বশেষ ফিদে রেটিং ২৪৪৯। ওভারঅল রেকর্ড +৫৯-৭২=৪০ (৪৬.২%)। তার অংশ নেওয়া উল্লেখযোগ্য টুর্নামেন্ট হল— ব্লিড অলিম্পিয়ার্ড (২০০২), ৬ষ্ট ইউনাইটেড ইন্সুরেন্স (২০০৩), এশিয়ান চেস চ্যাম্পিয়নশিপ (২০০৫), বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ (২০০৬), ৩৭তম চেস অলিম্পিয়াড (২০০৭) ও চেস অলিম্পিয়াড (২০১২)।
আরসি-০৯