ধর্মপাশা প্রতিনিধি
                        জুলাই ২৩, ২০২১
                        
                        ০৯:৩৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২৩, ২০২১
                        
                        ০৯:৩৭ অপরাহ্ন
                             	
 
                        
             
    করোনাভাাইরাস (কোভিড ১৯) পরিস্থিতিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই বাজারে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার (২২জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানভীর হাসান এই চিকিৎসা সেবার আয়োজন করেন।
ডা. তানভীর হাসান বলেন, ধর্মপাশা উপজেলাটি হাওরবেষ্ঠিত। আমার নিজ গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব ১২কিলোমিটার। এখানকার বেশির ভাগ মানুষ দরিদ্র। হাওরের সঙ্গে যুদ্ধ করেই এখানকার মানুষজনকে জীবন সংগ্রামে টিকে থাকতে হয়। শিক্ষার হারও তুলনামুলকভাবে কম। আর্থিক অস্বচ্চলতা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে আমার ইউনিয়নের অনেকেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। তাই কোনো প্রচার বা প্রশংসার জন্য নয়, বিবেকের তাগিদ থেকেই এলাকার মানুষকে বিনামুল্যে এই চিকিৎসা সেবা দিয়েছি।
এসএ/বিএ-০৩