শায়েস্তাগঞ্জে ঈদের দিন প্রাণ গেল স্কুল ছাত্রের

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ২২, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ঈদের দিন প্রাণ গেল স্কুল ছাত্রের


ঢাকা সিলেট মহাসড়কের সুতাংয়ে হানিফ পরিবহনের একটি গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২১ জুলাই) দুপুর ১২টায়  বাইসাইকেল চালিয়ে পুরাসুন্দা থেকে সুতাং বাজারের উদ্দেশ্যে মহাসড়ক অতিক্রম করছিল চতুর্থ শ্রেণির ছাত্র মো. মাহিন। এ সময় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। নিহত মাহিন পুরাসুন্দা গ্রামের মাইজহাটির মো. মর্তুজ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মাহিনের বাবা অনেক কষ্ট করে একটি বাইসাইকেল কিনে দিয়েছিলেন। এই বাইসাইকেলই তার জন্য কাল হয়ে দাঁড়াল। একমাত্র ছেলেকে হারিয়ে মাহিনের বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ/এনপি-৫