ধর্মপাশা প্রতিনিধি
                        জুলাই ১৫, ২০২১
                        
                        ১২:১০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ১৫, ২০২১
                        
                        ১২:১০ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    'মাস্ক পরুন, করোনাভাইরাস সংক্রমণ রোধ করুন'- এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর বাজারের থানা মোড়, বঙ্গবন্ধু মোড় ও উপজেলা পরিষদের সামনের সড়কে ৬০০ জন নারী-পুরুষের মধ্যে বিনামুল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 
বুধবার (১৪ জুলাই) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলো বিতরণ করা হয়। ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক সোহান মিয়া, সাংবাদিক মোবারক হোসেন প্রমুখ।
এসএ/আরআর-০৭