ধর্মপাশায় নৌকার চালকদের দেড় লক্ষাধিক টাকা জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ১১, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় নৌকার চালকদের দেড় লক্ষাধিক টাকা জরিমানা

হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে বালুভর্তি বাল্ক হেড নৌকা নিয়ে যাওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৮টি বাল্কহেড নৌকার ৮ জন চালককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিদের বাড়ি ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের সামনে রুই বিল হাওরের ফসলরক্ষা বাঁধের ৩০-৩৫ ফুট স্থান কেটে দিয়ে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডাইয়া নামক স্থান থেকে নিয়ে আসা বালুভর্তি বাল্কহেড দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় মানুষজন শনিবার সকাল ৯টার দিকে এসব বাল্কহেড নৌকা আটক করেন। খবর পেয়ে সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বাল্কহেড নৌকাগুলোর ৮ জন চালকের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিামানা করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তারা সেখান থেকে মুক্তি পান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেব বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে ফেলার অভিযোগে ওই ৮ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


এসএ/আরআর-১০