দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
                        জুলাই ১০, ২০২১
                        
                        ১০:৩৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ১০, ২০২১
                        
                        ১০:৩৫ অপরাহ্ন
                             	
 
                        
             
    সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে দিলোয়ার খাঁ প্রকাশ দিলদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।
দিলোয়ার খাঁ দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের মৃত খলিল খাঁনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম তালুকদার জানান, গত ২৮ জুন সন্ধ্যায় বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বড়মোহা গ্রামের আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদারকে (২১) একই গ্রামের প্রতিপক্ষের লোকজন মারধর করে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মৃত নাজিমুল ইসলামের পিতা আনছার মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আসামি দিলোয়ার খাঁ প্রকাশ দিলদারকে দিরাই থানা এলাকার তারাপাশা গ্রাম থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসটি/আরআর-০৩