জামালগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৯, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে করোনাকালীন লকডাউনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলা সদর ও ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সিলেট সেনানিবাসের কমান্ডার ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ ৩০ জন অসহায় দরিদ্রের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, মেজর মোহাইমিনুল ইসলাম, লেফটেন্যান্ট সাকলাইন তুষার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল মিয়া প্রমুখ।
ত্রাণ বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন বলেন, মহামারী করোনা মোকাবেলায় ভীত-সন্ত্রস্ত্র না হয়ে বরং স্বাস্থ্যবিধি মেনে সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। এ মহামারীকালে কেউ না খেয়ে মরবে না। যাদের খাদ্য সহায়তা প্রয়োজন পড়বে তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে। এ সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় তিনি করোনাকালীর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জামালগঞ্জের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানান।
বিআর/আরআর-১২