জগন্নাথপুরে স্বামী-স্ত্রী-ছেলেসহ গ্রেপ্তার ৫

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ০৫, ২০২১
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন



জগন্নাথপুরে স্বামী-স্ত্রী-ছেলেসহ গ্রেপ্তার ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ ওয়ারেন্টের ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার (৫ জুলাই) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আলফু মিয়া, তাঁর স্ত্রী স্বপ্না বেগম, ছেলে উজ্জল মিয়া (২২), জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার রবি দাশের ছেলে মহন রবি দাশ ও তাঁর ভাই সমর রবি দাশ।

পুলিশ জানায়, গত রবিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ শ্যামারগাঁও গ্রাম থেকে দুই ভাইয়ের বিরোধের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টের অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী  গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ এ/বি এন-০৬