ধর্মপাশায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ০৪, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জুলাই) সকালে দুলেনা আক্তার (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বন্দেরবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে উপজেলার ধর্মপাশা বন্দেরবাড়ী গ্রামের বাসিন্দা দুলেনা আক্তার (৫২) সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান তার স্বজনরা। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে পাঠিয়ে দেন। সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়ার পর ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে এন্টিজেন পরীক্ষার ফলাফলে ওই নারীর করোনার ফলাফল পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাদবীর জামান রকি বলেন, ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে আনার  কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরে তার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। যেখানে এই রোগী ছিলেন, তার আশপাশ ভালোভাবে  ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা এই রোগীর সেবায় ছিলেন, তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য মৃত ওই নারীর স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


এসএ/আরআর-১২