মাধবপুর প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ সেমকো এনার্জি লিমিটেডের সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সোহেল মিয়া (৩২) ও মো. রহমত আলীকে (৪২) আটক করে। সোহেল মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত জলুই মিয়ার পুত্র এবং মো. রহমত আলী (৪২) একই এলাকার কৃষ্ণপুর গ্রামের মো. সিদ্দিক আলীর পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় মামলা দায়ের করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএম/আরআর-১৩