তাহিরপুর প্রতিনিধি
                        জুলাই ০১, ২০২১
                        
                        ১১:৫০ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ০১, ২০২১
                        
                        ১১:৫০ অপরাহ্ন
                             	
 
                        
             
    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের মতো সুনামগঞ্জের তাহিরপুরেও প্রশাসনকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও সরকারি বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে তাহিরপুর সদর, আনোয়ারপুর ও বাদাঘাট বাজারসহ জনসমাগম ঘটে এমন বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক না থাকায় পথচারী, বিভিন্ন যানবাহন ও ডিপার্টমেন্টাল স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
এছাড়া বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী রাস্তায় একটি দোকানে জুয়ার আসর থেকে ক্যারাম বোর্ড জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ঘাগটিয়া এলাকায় একটি বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
লকডাউন কার্যকরের অভিযানে আরও ছিলেন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন, বণিক সমিতির সভাপতি মো. সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সিনিয়ন সহ-সভাপতি কামাল হোসেন রাফি, সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক প্রমুখ।
এএইচ/আরআর-০৪