শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২১
০৭:৫১ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
০৭:৫১ অপরাহ্ন
যায়যায়দিন গণমানুষের মনে স্থান করে নিয়েছে। সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জের উন্নয়নে ও দৈনিক যায়যায়দিন বিশেষ ভুমিকা পালন করছে, পাশাপাশি উপজেলার অপরাধ অনিয়ম ও দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরো অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
শায়েস্তাগঞ্জে যায়যায়দিন এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল এসব কথা তুলে ধরেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সভাপতিত্বে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ জুন) দুপুরে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন মোহন, কাউন্সিলর আব্বাস উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী,অগ্রণী ব্যাংক কর্মকর্তা মো. ছলিম উল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রকিব, সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন রুমি,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাখাওয়াত হোসেন টিটু, মোতাব্বির হোসেন কাজল, এস এম রাকিব প্রমূখ।
এস ডি/বি এন-০৭