তাহিরপুর প্রতিনিধি
                        জুন ২৯, ২০২১
                        
                        ০৮:৪৮ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৯, ২০২১
                        
                        ১০:০৩ অপরাহ্ন
                             	
 
                        
             
    কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিশেষ করে গত রাত (২৯ জুন) থেকে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় উপজেলার লাউড়েরগড় এলাকায় ১৮০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামি ২৪ ঘন্টা এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাবে।
এ এইচ/বি এন-১০