খেলা ডেস্ক
জুন ২৭, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও রোমেলু লুকাকুর বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রাত ১০টায় প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
কোপা আমেরিকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে রাত ৩টায় ব্রাজিল মোকাবেলা করবে ইকুয়েডরকে। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও পেরু।
আজ টিভিতে যেসব খেলা
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ : সনি টেন ২ ও সনি সিক্স
নেদারল্যান্ডস–চেক প্রজাতন্ত্র রাত ১০টা
বেলজিয়াম–পর্তুগাল রাত ১টা
কোপা আমেরিকা সনি টেন ১, টেন ২ ও সনি সিক্স
ব্রাজিল–ইকুয়েডর রাত ৩টা (সনি টেন ১ ও সনি সিক্স)
ভেনেজুয়েলা–পেরু রাত ৩টা (সনি টেন ২)
মেয়েদের ওয়ানডে সনি টেন ১
ইংল্যান্ড–ভারত বিকেল ৪টা
এএন/০৩