সুনামগঞ্জ প্রতিনিধি
                        জুন ২৫, ২০২১
                        
                        ০১:১৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৫, ২০২১
                        
                        ০১:১৩ পূর্বাহ্ন
                             	
 
                             সভাপতি ও সাধারণ সম্পাদক
 
    সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়কে সভাপতি এবং অ্যাডভোকেট রত্না সাহাকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট সজল কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাইমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আসাদুর রহমান ও অডিটর সম্পাদক অ্যাডভোকেট রজত কান্তি দাস। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট এ কে এম মহিম, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, অ্যাডভোকেট লিটন চন্দ্র দাশ, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট আফতেখার হোসেন মঞ্জু।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমদ।
অ্যাডভোকেট এ কে এম মহিম’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি শফিকুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট আবুল ফজলসহ সমিতির সদস্যবৃন্দ। এরপর স্থানীয় একটি হোটেলে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নেতৃবৃন্দ।
এএম/আরআর-০৬