ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৪, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের বাসায় ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
রবিবার (১৩ জুন) এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ সেকেলের বাসায় হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, কয়েছ মিয়া, রনিক পাল, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, সিতু সূত্রধর ও নূরুল ইসলাম রাফি।
প্রসঙ্গত, শনিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক সেকেলের ‘আরিজ কটেজ’ নামক বাসায় দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালায়। গেট টপকে বাসার ভেতরে ঢুকে বাথরুমের জানালার গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। সাংবাদিক জুবেল তখন বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি বাড়ি পৌঁছে থানায় খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সেকেল ও তার পরিবারের লোকজন নিরাপত্তহীনতায় ভুগছেন।
ইউডি/আরআর-০৯