কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ১৪, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ জুন) বেলা ১টায় উপজেলা পরিষদের হলরুমে ১৬ জন অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্দি দাস, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকারভোগীগণ।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমকে/আরআর-০৮