নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২১
১১:৪০ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
১১:৪০ অপরাহ্ন
বিএনপি অংশগ্রহণ না করলেও সিলেট-৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী। যুক্তরাষ্ট্রে থাকা এই বিএনপি নেতা নির্বাচনে অংশ নিতে আজ সোমবার সিলেটে এসে পৌঁছাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারি রাজু আহমদ।
তিনি সিলেট মিররকে বলেন, ‘আমাদের নেতা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সেজন্য যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে আছেন। তিনি আগামীকাল সোমবার বিকেল ৫টায় তিনি সিলেট এসে পৌঁছাবেন।’ তিনি আরও জানান পরদিন মঙ্গলবার বেলা ৩টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন শফি আহমদ চৌধুরী।
তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা বিএনপি নেতা শামীম আহমদ বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। আমরা জানি তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এখন বিভিন্ন মাধ্যমে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে শুনেছি।
এএফ/০১