স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ওসমানীনগরে নির্বাচনী সভা

ওসমানীনগর প্রতিনিধি


জুন ১৩, ২০২১
১১:৩৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
১১:৩৬ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ওসমানীনগরে নির্বাচনী সভা

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সভা করেছেন এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী। করোনার কঠোর বিধি-নিষেধ চলাকালে শত শত মানুষের উপস্থিতিতে সভা ও পরবর্তীতে ভুড়িভোজন নিয়ে এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়,  নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ওসমানীনগরের বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। বর্তমান করোনা মহামারিতে সরকার সকল প্রকার সভা-সমাবেশের উপর কড়াকড়ি আরোপ করেছেন। কিন্তু উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল কুদ্দুছ বিভিন্ন প্রচার মাধ্যমে ঘোষণা দিয়ে শনিবার (১২ জুন) সকালে তার বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভা ও ভুড়িভোজের আয়োজন করেন।

এর আগের দিন শুক্রবার রাতে এমন আয়োজন হতে যাচ্ছে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানার পুলিশ সভা বন্ধের নির্দেশ দেয়। তখন শেখ আব্দুল কুদ্দুছ সভা ও ভুড়িভোজ বন্ধ রাখবেন বলে প্রশাসনকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কয়েকশ মানুষকে নিয়ে শনিবার সকালে তার বাড়িতে বিশাল সভা ও খাওয়া-দাওয়া হয়। করোনাকালে এমন আয়োজনে জনমনে ক্ষোভ দেখা দেয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের সভা বন্ধের অনুরোধ করা হয়েছিল। তারা কথাও দিয়েছিলেন সভা বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীতে কুদ্দুছ সাহেব প্রশাসনের নির্দেশ অমান্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিনা আক্তার বলেন, করোনাকালীন বিধি-নিষেধ চলাকালে এমনভাবে সভা আয়োজন পুরো বেআইনি। শেখ আব্দুল কুদ্দুছকে সভার আয়োজন বন্ধের অনুরোধও করা হয়েছিল। কিন্তু তিনি সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে সভা করেছেন। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। 


ইউডি/আরআর-০৪