ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম শাহ্ (৭৫) আর নেই। শনিবার (১২ জুন) রাত ৮টা ৫০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
হাবিবুল ইসলাম শাহ্’র জানাজার নামাজ রবিবার (১৩ জুন) বেলা ২টায় কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজের পূর্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান।
পরে রাজনপুরের হযরত শাহ মালুম (রহ.) মাজারের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ রাজা, শাহ মুজিবুর রহমান জকন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
এসএ/আরআর-০১