শাবিপ্রবি অর্থনীতি অ্যালামনাইয়ের কমিটি ঘোষণা

শাবি প্রতিনিধি


জুন ১৩, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
১০:৩৭ অপরাহ্ন



শাবিপ্রবি অর্থনীতি অ্যালামনাইয়ের কমিটি ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে ১ম ব্যাচের শিক্ষার্থী মুসলেহ উদ্দীন খুশবু এবং সাধারণ  সম্পাদক হিসেবে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী কাসমির রেজা মনোনীত হয়েছেন। 

শনিবার (১২ জুন) রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় বলে জানান মুসলেহ উদ্দীন খুশবু।

তিনবছর মেয়াদী কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি রাফিয়া মকবুল, ড. মনসুর আহমেদ বিপ্লব, অধ্যাপক ড. আব্দুল মুনিম জোয়ারদার, কোষাধ্যক্ষ তারেক মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জেবিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোরশেদ সিমন, মুনাদির ইসলাম চৌধুরী, এসএম জার্জিস আলম জেরি, সমাজ কল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ জিহান আসিফ সাদাত, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. নাহিদ মিয়া, দপ্তর সম্পাদক শুভাশিস পাল শুভ, কার্যকরী কমিটির সদস্য সনজিত কুমার বণিক, মোহাম্মদ কামরুল ইসলাম, জি এম হারুন-অর-রশিদ, খুরশেদ আলম হিটু, রাশেদ রাফিউদ্দিন মিথুন, সাব্বির আহমেদ চৌধুরী, মো. নজরুল ইসলাম, মুরাদ চৌধুরী, মাসুদা ইয়াসমিন সুমি, মোহাম্মদ তানভীর বক্স, আবু মো. ইউসুফ বিন আহমদ, রাশেদ খান মিলন, সাদিয়া মতিন মিথিলা, তানিম পাপিয়া ও মো. আব্দুল লতিফ মাহমুদ সুমন।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, ড. নাসিম সাইদী, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, মো. ফরিদ আলম, সঞ্জিত কুমার রায় ও মোহাম্মদ আব্দুল কাদির।

এইচ এন/বি এন-০৭